দাম কমলেও ক্রেতা নেই খুলনার পাইকারি মাছ বাজারে
খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে বেড়েছে সরবরাহ। তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে খুলনার রুপসা পাইকারি মাছ বাজারে শুরু হয় বেচাকেনা। জেলার কয়রা, পাইকগাছা, দাকোপ, রুপসাসহ অন্তত ৫ জেলার বিভিন্ন উপজেলার প্রান্তিক পর্যায় থেকে মাছ আসতে শুরু করে মাঝরাত থেকেই।
বিক্রেতারা বলছেন, প্রচুর মাছ আসলেও ক্রেতা সমাগম কম থাকায় বিক্রি কম হচ্ছে।
এক বিক্রেতা বলেন, 'বাজারে ভরপুর মাছ আছে কিন্তু ক্রেতা নাই, যার কারণে মাছের দাম অনেক কমে গেছে। যে মাছ আগে বিক্রি করেছি কেজি ৩০০ টাকা সেই মাছ এখন বিক্রি করতে হচ্ছে ২০০ টাকা।'
মাছের দাম কমে যাওয়ায় পাইকারি বাজার থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন খুচরা বিক্রেতারা।
ব্যবসায়িক নেতারা বলছেন, করোনা পরিস্থিতিতে বছরের শেষের দিকে এসে মাছ বিক্রি আশঙ্কাজনকহারে কমে গেছে।
এক ব্যবসায়ী নেতা বলেন, 'আমি বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখেছি বিক্রেতারা সবাই মাছ নিয়ে বসে আছে কিন্তু ক্রেতা নেই।'
প্রতিদিন খুলনার এ বাজারে প্রায় ৫০ কোটি টাকার মাছ বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা